Is Twitch Still The Best Site For Gaming Streams?

It bachelor cheerful of mistaken. Tore has sons put upon wife use bred seen. Its dissimilar invi…

Our Kids Started A Podcast Listen To It Now!

It bachelor cheerful of mistaken. Tore has sons put upon wife use bred seen. Its dissimilar invi…

Listen To Microsoft CEO Explain Windows 12

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been…

Listen To Our New Episode From Paris France

It bachelor cheerful of mistaken. Tore has sons put upon wife use bred seen. Its dissimilar invi…

Spotify Will Start Focusing On Podcasts More

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been…

New Super Hero From Marvel Is Getting Backlash

It bachelor cheerful of mistaken. Tore has sons put upon wife use bred seen. Its dissimilar invi…

One Important Key to Success is Self-confidence

It bachelor cheerful of mistaken. Tore has sons put upon wife use bred seen. Its dissimilar invi…

Xenon Is A Responsive WordPress Multimedia Blog Theme

It bachelor cheerful of mistaken. Tore has sons put upon wife use bred seen. Its dissimilar invi…

We Discuss How Bad Rap Music Is For Your Kids

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been…

We Are Best Friends And We Been Every Where Together

It bachelor cheerful of mistaken. Tore has sons put upon wife use bred seen. Its dissimilar invi…

বিখ্যাত উক্তি ইতিহাসের সেরা উক্তি

Soft BD InfoHome Status & Poemবিখ্যাত উক্তি ইতিহাসের সেরা উক্তিবিখ্যাত উক্তি । ইতিহাসের সেরা উক্তি Famous Quotes 2024Soft BD by Soft BD May 4, 2024মনিষীদের বা বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত উক্তি গুলোই বুঝিয়ে দেয় যে তারা কতটা সাধনা এবং আত্মত্যাগ এর মাধ্যমে তাদের স্বপ্নকে অর্জন করেছেন। তাদের উক্তি বা বাণী সমূহ আপনাকে একজন আত্মবিশ্বাসী ও আপনার কাজের প্রতি আরো অনুপ্রেরণা দিতে সহায়তা করে থাকে। দেখে নিন ইতিহাস নিয়ে ২০ টি সেরা উক্তি ও বাণী । আসলে মনিষীদের প্রত্যেক টা কথাই ছিলো আমাদের জন্য শিক্ষা । তাই উনাদের এই কথা বা লেখা উক্তি গুলো আসুন একবার পড়ে দেখি ।
বাংলা মোটিভেশনাল উক্তি ও বিখ্যাত উক্তি১. মানুষ ইতিহাস থেকে তেমন কোনো শিক্ষা গ্রহন করে না, আর এটাই হলো ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা।
— এডলাস হাক্সলে
২. যে ব্যাক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে, সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত।
— রোজভোল্ট
৩. মানুষ ইতিহাসে বন্দি, এবং ইতিহাস মানুষে।
— জেমস বাল্ডুইন
৪. আমরা ইতিহাস তৈরি করিনি, ইতিহাস আমাদের তৈরি করেছে।
— মার্টিন লুথার কিং জুনিয়র
৫. ইতিহাস হলো অতীতের ঘটনার এক রুপ যা মানুষ মেনে নিতে রাজি হয়েছে।
— নেপলিওন
৬. যে ব্যাক্তি নিজের ইতিহাস, উৎপত্তি ও সংস্কৃতি জানে না সে একটি গাছের মত যে তার শেকড় চেনে না।
— মার্কাস গারভেয়
৭. যে ইতিহাস জানে না সে কিছুই জানে না; সে একটি পাতার মত যে নিজেই জানে না যে সে গাছের একটি অংশ।
— মাইকেল ক্রিচটন
৮. ইতিহাস কখনোই মস্তিষ্কের উপর কোনো বোঝা নয়, বরং আত্মার দীপ্তি রুপ।
— লর্ড এক্টন
৯. ইতিহাস সম্পর্কে অবগত না থাকা মানে আজীবন বাচ্চা থেকে যাওয়া।
— সিচেরো
১০. যারা ইতিহাস মনে রাখতে ব্যার্থ হয় তারাই তার পুনরাবৃত্তি করার ভুল করে থাকে।
— উইন্সটোন চারচিল
১১. যে কেউ ইতিহাস গড়তে পারে, কিন্তু শুধুমাত্র একজন মহান ব্যাক্তিই পারে তা লিখতে।
— অস্কার ওয়াইল্ড
১২. ইতিহাস হচ্ছে কিছু চিত্রের সমন্বয় যেখানে কিছু থাকে আসল আর বেশিরভাগ অবয়ব।
— এলেক্সিস দে টোকভিলে
১৩. অতীতের সাক্ষী, সত্যের আলো, জীবন্ত স্মৃতি, জীবনের শিক্ষা ও প্রাচীনত্ত্বের বার্তাবাহক হলো ইতিহাস।
— সিচেরো
১৪. কিছু মানুষের মতে ইতিহাস হলো কিছু মিথ্যা ঘটনার সমন্বয়, যারা সেখানে উপস্থিত ছিল না।
— জর্জ সান্টিয়ানা
১৫. ইতিহাস হলো জীবন্ত স্মৃতি ভবিষ্যতে বহন করার এক জাহাজ।
— স্টেফেন স্পলেন্ডার
১৬. ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখাটা ভবিষ্যৎ কে তীক্ষ্ণ করার সেই অস্ত্র যোগাতে পারে।
— গ্লোরিডা
১৭. উদাহরণের সাহায্যে দর্শন বিদ্যা শেখানোর নামই ইতিহাস।
— থুসিডিডস
১৮. ইতিহাস উন্নত হয় কিন্তু শিল্প অনড় থাকে।
— ই এম ফর্স্টার
১৯. জীবনের প্রতিটি দিনই তোমার ইতিহাসের একটি পাতা।
— আরবীয় উপকথা
২০. ইতিহাস হচ্ছে একটি সতর্ক করন পদ্ধতি যা বর্তমানে চেয়ে অনেক এগিয়ে।
— নরমান কাজিন্স
আরো পড়ুনঃ বাংলা সাহিত্যিকদের কবি ছদ্মনাম, উপাধী, পুরস্কার ও পেশা ২০২৪
সেরা উক্তি ক্যাপশন ও প্রেরণামূলক উক্তি01. শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে।
-হযরত মোহাম্মদ সাঃ 
02.পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই। 
– উলিয়ামস হেডস
03. মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র।
-রেদোয়ান মাসুদ
04. অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।
-শেক্সপিয়র
05. স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভাল।
– জন মিল্টন
06. ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে,কিন্তূ সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে । 
-শেকসপীয়ার 
07. মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না, মেধাবী হলো সে-ই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়।
-রেদোয়ান মাসুদ
08. যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম। 
-জন লিভগেট
09. স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।
– এ পি জে আব্দুল কালাম
10. সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না। 
– কনরাড হিলটন 
11. অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।
-হোমার
12. প্রয়োজন আইনের তোয়াক্কা করে না। 
-বেন্জ্ঞামিন ফ্রাঙ্কলিন
13. অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে।
-রেদোয়ান মাসুদ 
14. এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না
– চার্লি চ্যাপলিন
15. সাফল্যের মূলমন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা।
-ব্রায়ান ট্রেসি 
16. মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।
– আর্নেস্ট হেমিংওয়ে
17. এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।
-আইনস্টাইন
18. কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে। 
– তুরস্কের বিখ্যাত প্রবাদ
19. অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। 
—সাইরাস
20. ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ দেশের মানুষকে আমি ধার্মিক বলব না কারণ এ দেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ।
-রেদোয়ান মাসুদ 
21. অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না
-আবুল ফজল 
22. হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। 
—পীথাগোরাস
23. প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। 
-রবীন্দ্রনাথ ঠাকুর 
24. আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।
– বিল গেটস
25. বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না। 
– ক্লাইভ জেমস
26. অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে ।
_গোল্ড স্মিথ
27. প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। 
-রেদোয়ান মাসুদ 
28. একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ।
-জর্জ লিললো
29. যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না।
– অ্যালবার্ট আইনস্টাইন।
30. সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। 
-হযরত আলী (রাঃ)।
31. শরীরের সবথেকে দামী অংশ হলো হৃদয়,সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না।
-রবীন্দ্রনাথ ঠাকুর 
32. টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়।
– রেদোয়ান মাসুদ
33. কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।
-প্লেটো
 34. পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। 
– ড্যানিশ প্রবাদ
35. আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।
– নেপোলিয়ন বোনাপার্ট।
36. পাওয়া কাকে বলে যে মানুষ জানে না সে ছোঁয়াকেই পাওয়া মনে করে। 
-রবীন্দ্রনাথ ঠাকুর 
37. একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।
– শেখ সাদি।
38. নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। 
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ
39. অর্থ মানুষকে পিশাচ করে তুলে, আবার অর্থই মানুষকে মহৎও করে তুলে 
– ক্যাম্বেল
40.ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন?
-রবীন্দ্রনাথ ঠাকুর 
41. মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভাSoft BD InfoHome Status & Poemবিখ্যাত উক্তি ইতিহাসের সেরা উক্তিবিখ্যাত উক্তি । ইতিহাসের সেরা উক্তি Famous Quotes 2024Soft BD by Soft BD May 4, 2024মনিষীদের বা বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত উক্তি গুলোই বুঝিয়ে দেয় যে তারা কতটা সাধনা এবং আত্মত্যাগ এর মাধ্যমে তাদের স্বপ্নকে অর্জন করেছেন। তাদের উক্তি বা বাণী সমূহ আপনাকে একজন আত্মবিশ্বাসী ও আপনার কাজের প্রতি আরো অনুপ্রেরণা দিতে সহায়তা করে থাকে। দেখে নিন ইতিহাস নিয়ে ২০ টি সেরা উক্তি ও বাণী । আসলে মনিষীদের প্রত্যেক টা কথাই ছিলো আমাদের জন্য শিক্ষা । তাই উনাদের এই কথা বা লেখা উক্তি গুলো আসুন একবার পড়ে দেখি ।
বাংলা মোটিভেশনাল উক্তি ও বিখ্যাত উক্তি১. মানুষ ইতিহাস থেকে তেমন কোনো শিক্ষা গ্রহন করে না, আর এটাই হলো ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা।
— এডলাস হাক্সলে
২. যে ব্যাক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে, সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত।
— রোজভোল্ট
৩. মানুষ ইতিহাসে বন্দি, এবং ইতিহাস মানুষে।
— জেমস বাল্ডুইন
৪. আমরা ইতিহাস তৈরি করিনি, ইতিহাস আমাদের তৈরি করেছে।
— মার্টিন লুথার কিং জুনিয়র
৫. ইতিহাস হলো অতীতের ঘটনার এক রুপ যা মানুষ মেনে নিতে রাজি হয়েছে।
— নেপলিওন
৬. যে ব্যাক্তি নিজের ইতিহাস, উৎপত্তি ও সংস্কৃতি জানে না সে একটি গাছের মত যে তার শেকড় চেনে না।
— মার্কাস গারভেয়
৭. যে ইতিহাস জানে না সে কিছুই জানে না; সে একটি পাতার মত যে নিজেই জানে না যে সে গাছের একটি অংশ।
— মাইকেল ক্রিচটন
৮. ইতিহাস কখনোই মস্তিষ্কের উপর কোনো বোঝা নয়, বরং আত্মার দীপ্তি রুপ।
— লর্ড এক্টন
৯. ইতিহাস সম্পর্কে অবগত না থাকা মানে আজীবন বাচ্চা থেকে যাওয়া।
— সিচেরো
১০. যারা ইতিহাস মনে রাখতে ব্যার্থ হয় তারাই তার পুনরাবৃত্তি করার ভুল করে থাকে।
— উইন্সটোন চারচিল
১১. যে কেউ ইতিহাস গড়তে পারে, কিন্তু শুধুমাত্র একজন মহান ব্যাক্তিই পারে তা লিখতে।
— অস্কার ওয়াইল্ড
১২. ইতিহাস হচ্ছে কিছু চিত্রের সমন্বয় যেখানে কিছু থাকে আসল আর বেশিরভাগ অবয়ব।
— এলেক্সিস দে টোকভিলে
১৩. অতীতের সাক্ষী, সত্যের আলো, জীবন্ত স্মৃতি, জীবনের শিক্ষা ও প্রাচীনত্ত্বের বার্তাবাহক হলো ইতিহাস।
— সিচেরো
১৪. কিছু মানুষের মতে ইতিহাস হলো কিছু মিথ্যা ঘটনার সমন্বয়, যারা সেখানে উপস্থিত ছিল না।
— জর্জ সান্টিয়ানা
১৫. ইতিহাস হলো জীবন্ত স্মৃতি ভবিষ্যতে বহন করার এক জাহাজ।
— স্টেফেন স্পলেন্ডার
১৬. ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখাটা ভবিষ্যৎ কে তীক্ষ্ণ করার সেই অস্ত্র যোগাতে পারে।
— গ্লোরিডা
১৭. উদাহরণের সাহায্যে দর্শন বিদ্যা শেখানোর নামই ইতিহাস।
— থুসিডিডস
১৮. ইতিহাস উন্নত হয় কিন্তু শিল্প অনড় থাকে।
— ই এম ফর্স্টার
১৯. জীবনের প্রতিটি দিনই তোমার ইতিহাসের একটি পাতা।
— আরবীয় উপকথা
২০. ইতিহাস হচ্ছে একটি সতর্ক করন পদ্ধতি যা বর্তমানে চেয়ে অনেক এগিয়ে।
— নরমান কাজিন্স
আরো পড়ুনঃ বাংলা সাহিত্যিকদের কবি ছদ্মনাম, উপাধী, পুরস্কার ও পেশা ২০২৪
সেরা উক্তি ক্যাপশন ও প্রেরণামূলক উক্তি01. শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে।
-হযরত মোহাম্মদ সাঃ 
02.পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই। 
– উলিয়ামস হেডস
03. মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র।
-রেদোয়ান মাসুদ
04. অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।
-শেক্সপিয়র
05. স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভাল।
– জন মিল্টন
06. ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে,কিন্তূ সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে । 
-শেকসপীয়ার 
07. মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না, মেধাবী হলো সে-ই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়।
-রেদোয়ান মাসুদ
08. যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম। 
-জন লিভগেট
09. স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।
– এ পি জে আব্দুল কালাম
10. সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না। 
– কনরাড হিলটন 
11. অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।
-হোমার
12. প্রয়োজন আইনের তোয়াক্কা করে না। 
-বেন্জ্ঞামিন ফ্রাঙ্কলিন
13. অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে।
-রেদোয়ান মাসুদ 
14. এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না
– চার্লি চ্যাপলিন
15. সাফল্যের মূলমন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা।
-ব্রায়ান ট্রেসি 
16. মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।
– আর্নেস্ট হেমিংওয়ে
17. এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।
-আইনস্টাইন
18. কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে। 
– তুরস্কের বিখ্যাত প্রবাদ
19. অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। 
—সাইরাস
20. ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ দেশের মানুষকে আমি ধার্মিক বলব না কারণ এ দেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ।
-রেদোয়ান মাসুদ 
21. অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না
-আবুল ফজল 
22. হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। 
—পীথাগোরাস
23. প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। 
-রবীন্দ্রনাথ ঠাকুর 
24. আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।
– বিল গেটস
25. বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না। 
– ক্লাইভ জেমস
26. অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে ।
_গোল্ড স্মিথ
27. প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। 
-রেদোয়ান মাসুদ 
28. একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ।
-জর্জ লিললো
29. যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না।
– অ্যালবার্ট আইনস্টাইন।
30. সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। 
-হযরত আলী (রাঃ)।
31. শরীরের সবথেকে দামী অংশ হলো হৃদয়,সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না।
-রবীন্দ্রনাথ ঠাকুর 
32. টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়।
– রেদোয়ান মাসুদ
33. কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।
-প্লেটো
 34. পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। 
– ড্যানিশ প্রবাদ
35. আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।
– নেপোলিয়ন বোনাপার্ট।
36. পাওয়া কাকে বলে যে মানুষ জানে না সে ছোঁয়াকেই পাওয়া মনে করে। 
-রবীন্দ্রনাথ ঠাকুর 
37. একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।
– শেখ সাদি।
38. নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। 
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ
39. অর্থ মানুষকে পিশাচ করে তুলে, আবার অর্থই মানুষকে মহৎও করে তুলে 
– ক্যাম্বেল
40.ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন?
-রবীন্দ্রনাথ ঠাকুর 
41. মাQনুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে। 
-রেদোয়ান মাসুদ 
42. মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়। 
– আল হাদিস।লোবাসে। 
-রেদোয়ান মাসুদ 
42. মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়। 
– আল হাদিস।

Post a Comment

Previous Post Next Post